মীরা মুখোপাধ্যায়

তুতুলের জামা

###

প্রতি বছরের মতো এ বছরও

টেনে নামিয়েছি সব

ছোট্ট লাল সোয়েটার, লাল টুপি

মানালিতে কেনা খরগোসের লোমে বোনা মোজা সব...সবসমস্তই তুতুলের,

ভাদ্র মাসে রোদে দিয়ে তুলে রাখি

নিমপাতা কালোজিরে দিয়ে

শীত এলে বের করি,দেখি

গালে চেপে ধরি।

এখন কাঁদি না আর। ও এখন

বেঁচে থাকলে কোথায় হারিয়ে যেত এইসব টুপি, সোয়েটার....

এরা আছে

তুতুলই হারিয়ে গেছে শুধু ....