আমাদের কথা
######
শীত এসে গেলো। আজ এই ঋতুর প্রথম দিন। পূর্ব প্রতিশ্রুতি মতো প্রকাশিত হল প্রবচনের "হিমিকা" সংখ্যা। খুব সামান্য আয়োজনে।
২০২১ বড় খারাপ গেছে প্রবচনের। ভারি অসুখ হয়েছিল তার। বহু চেষ্টাতেও যখন সারলো না, তখন অনন্যোপায় হয়ে তাকে নবকলেবর দেওয়া হল। এখনো সে শরীরে বড় দুর্বল। যদিও প্রাণপ্রাচুর্যে কোন ঘাটতি নেই। দুচারজনের খোঁটা আর দুচারশো জনের উৎসাহ আর ভালোবাসার জোরে সে ফের একপায়ে খাড়া। নতুন ব্লগে শুরু হল প্রবচনের নতুন পথ চলা। প্রবচন-সইদের কাঁটায় কাঁটায় রংবেরঙের পশমে বোনা বাহারে সোয়েটার টুপি মোজা আর দস্তানায় ঝলমল করে উঠলো তার আনখশির। যারা ভরসা করে সাথে রইলেন তাঁদের কাছে আমার কৃতজ্ঞতার সীমা নেই। সকলকে পত্রিকা পড়া, পড়ানো, ত্রুটি নির্দেশ ও গঠনমূলক সমালোচনার জন্য আন্তরিক আহ্বান রইলো। আগামীর জন্য অনেক স্বপ্ন নিয়ে আমাদের সামান্য নিবেদন......