রিমলী বিশ্বাস

পাখি
###
পরিযায়ী পাখির মতন উড়ে উড়ে বেড়াই
যদিও, আমি শীতের পাখি নই!
শীতের নরম রোদ 
আমাকে স্পর্শ করেনি কোনোদিন 
শীতের যা কিছু পেলব ঘুম গরম কম্বলে
আমাকে ছুঁতে পারেনি!
আমি শুধুই নিভিয়ার গন্ধে নিভিয়ে দিয়েছি রাত
জেগে থেকেছি কুয়াশা মেখে!
এত রাতেও পাখি ডাকে! কাকে ডাকে?
পালকের ভেতর গুটিয়ে রাখা বুকে
কাকে ধরে রাখতে চায়! 
কেউ কি কোত্থাও জেগে আছে?
বেঁচে আছে বাঁচার মতন!
ঠোঁটে ঠোঁটে খরকুটো বিনিময় 
তেমন পাখির মতো জীবন পাওয়া 
এ জীবনে হলো আর!
তবুও আমি পরিযায়ী পাখির মতন উড়ি 
আকাশে নয়, শীতের ফসল ওঠা
শুকনো জমির চরাচরে!
আমাকে চিনতে পারো