মধুক্ষরা
###
হেমন্তের ওমে নম্র সাঁঝবাতি
মৃতপ্রায় স্বপ্নেরা
জেগে ওঠে
দুধেলা ধানের শিষে
সবুজ মটর ক্ষেত ,আলপথে আলোর চাঁদোয়া
সেজে ওঠে সময়
হায়রোগ্লিফিক কথার বুননে,
যতবার খুঁজেছি
জীবনের জটিল জ্যামিতিক মানে
ততবারই ভিজেছি অকাল শ্রাবণে,
তোরঙ্গ ভরা যাবতীয় অপ্রিয় স্মৃতি
কমলা লেবুর মত নরম রোদে
নবান্নের গন্ধে জারিত হয় অন্নময় নাদ
নাভিমূলের নিবিড় গভীরে - -
উদাসীন সন্ন্যাসীর মত সন্ধ্যা নেমে আসে
তুলোট অন্ধকারে ভাসতে থাকে
শুদ্ধ কল্যাণ
আঙুল ছুঁয়ে থাকে কোমল মধ্যমা
কামনা প্রবণ ঠোঁটে নিখাদ আলাপ
শরীর ছুঁতে চায় নিহিত শিকড়,
ভিটে মাটি, পুরোনো দালান
ধুলোবালি, ঝরা ফুলে লেখা পূর্বজর নাম
হিমেল বাতাস আনে স্মৃতিমেদুরতা
বিগত শৈশব আর যৌবনের ঋণ
কঙ্কাবতীর জলে তীব্র ভাটির টান
পাড়ে নৌকোটি বাঁধা -- -
নীড়ে ফেরা পাখিদের কলরবে
বেজে ওঠে মধুক্ষরা গান ।