###
সোয়েটারের ঘরের মতো ভুল হয়ে যাওয়া সময়।পার করা ইষ্টিশন, হেমন্তী কুয়াশা।বিষাদের অন্য নাম আঁকিবুঁকি।
আধবোনা সোয়েটার রেখে কাঁদতে গেছে খালি সিট।স্টেশন বদলায়।
সে শুধু জানে সোয়েটারটুকু বোনা শেষ হয়ে গেলেই এসে যাবে অমলতাসের স্টেশন। ততদিন শীত থাকবে। কিছুতেই ওম দেওয়ার জন্য সেজে উঠবেনা নিপুণ নক্সা।