****
শরৎ ছড়িয়ে গেল শিউলির সুবাস
হেমন্ত তুমিও এলে ,হাসি ছিল জানি তোমারও একরাশ।
সোনালী রোদ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে,
আয় তোরা করিসনে অবহেলা যদি হারিয়ে ফেলিস পাছে।
তুমি এসেছ আমার দ্বারে দিয়েছ নিমন্ত্রণ পৌষ পার্বণের,
মায়ের কথা পড়ে মনে দিন ছিল কত আনন্দের।
একটি শিশির বিন্দু আমি হয়েছি ধন্য তোমার পরশে
দেখা দাও প্রতি ভোরে তুমি ,স্নিগ্ধ শীতল করেছ আমাকে।
মনে রেখেছি তোমাকে,রাতের অন্ধকারে স্বপ্ন নিয়ে থাকি স্বপ্নের দেশে,
সোনার মুকুটে সুসজ্জিত সূর্যদেব অন্ধকারের আভরণ দেয় তুলে।
এসেছি সবুজ ঘাসের পরে মেলেছি আঁখি
শিশির কণা, অপেক্ষায় রয়েছ আমার তরে তুমি।
একপ্রস্থ আবরণ ছিল বন্দী তাকে
তুমিও এলে ওরাও এল হাসি মুখে নেমে।
তোমার আগমনে আনন্দ মেলার উৎসবে শান্তির প্রার্থনা ধ্বনিত হলো চারিদক
বড়দিনের ছুটি সবার ,ভুলব তোমায় কেমন করে
রসনার মেলবন্ধনে মনটা দারুন খুশি।
শীতের পরশ লেগেছে আজ সবার মনে
পাখি উড়ে আসে কোন অজানা দেশ থেকে।
আমিও যাব কোন পরবাসে
রবি শশী গ্রহ তারাও যেন আপন খেলায়
মন দিয়েছে পৌষের ডাকে।
আজ হেসেছে ফুলের বাগান,চড়ুইভাতি করব মোরা
সুখের ডানা মেলে,
শিশির ছুঁয়ে করেছি নিবেদন ,তোমায় নিয়ে থাকব প্রেমের গানে গানে।