###
অন্তহীন লহরে নেমে আসা মেঘের স্বরলিপি আজ বড়ো ক্লাসিক মনে হয়।
বাতাসের সাঁতারে ভেসে যায় কাগুজে নৌকো,
প্রেমিকের চলে যাওয়ার গন্ধ বাতাসে বয়ে যায়।
কথা দিয়েছিল মেয়েটি ফিরবেনা নদীর ঘাটে।
সেই নদীর ই ডাক নামে আজ সে ঠোঁটের আশ্রয় খোঁজে।।
ডুব
###
অক্ষরের গর্ভে কবিতার ভ্রূণ।
নগ্ন গুটিসুটি।
আলোর পোশাক হাতছানি দেয়।
পাশাপাশি ঘর তোমার আমার - অপেক্ষার।
বাইরে নিদ্রাহীন রাত।
আর শীতের খুনসুটি।।