আমাদের কথা
######
শীত এসে গেলো। আজ এই ঋতুর প্রথম দিন। পূর্ব প্রতিশ্রুতি মতো প্রকাশিত হল প্রবচনের "হিমিকা" সংখ্যা। খুব সামান্য আয়োজনে।
আমাদের কথা
######
শীত এসে গেলো। আজ এই ঋতুর প্রথম দিন। পূর্ব প্রতিশ্রুতি মতো প্রকাশিত হল প্রবচনের "হিমিকা" সংখ্যা। খুব সামান্য আয়োজনে।
স্বাধীন দেশের বীর সেনানী (শ্রদ্ধাঞ্জলি)
#####
পাক রেজিমেন্টের এক অফিসার এসে বন্দুক কেড়ে ছুঁড়ে ফেলে দেয়। "ছোড় দো ইন লোগো কো। বহুত হুয়া। কিসিকো মার না মত্"। উল্টোদিকে সারিবদ্ধভাবে চোখ বেঁধে,পেছন মুড়ে হাত বেঁধে দাঁড় করিয়ে রাখা ছিল আট/দশ জন বন্দিকে। সকল বন্দিদের ফায়ারিং করার আদেশ ছিল সেদিন । সময়টা ছিল ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধকাল। অশান্ত বাংলাদেশ, চারদিকে কার্ফু জারি হয়েছে।
ইতিহাস ছুঁয়ে এসে
#####
ছোটবেলা থেকেই ইতিহাসের প্রতি আমার টান খুব বেশি। বিশেষ করে কোনও জায়গার পুরনো দিনের ইতিহাস আমাকে ভীষণভাবে টানে। তাই ডিসেম্বরের ভরা শীতে যখন রাজগির যাওয়ার কথা উঠল তখন তো আনন্দে আত্মহারা।
জীবন রে !
###
শীত নিয়ে কিছু লিখতে গেলেই কমলালেবু, নলেনগুড়, খেজুর রস, পিঠে পুলি এসবেরা যেনো ভীড় করে আসে। আসলে আমি খানিক খাদ্যবিলাসী মানুষ। তাই শীত মানে আমার কাছে মনোরম সব খাবার আর নাটকের দল নিয়ে এপ্রান্ত থেকে ওপ্রান্ত ডানা মেলে ওড়া....
####
সোমলতা আয়নায় নিজেকে দেখছিল,কাঁচাপাকা চুল ,চামড়ায় বয়সের ছাপ সুপষ্ট , চোখে হাই পাওয়ারের চশমা ।বড় ছেলে দীপন কানাডায় ফ্যামিলি নিয়ে থাকে।
###
সোয়েটারের ঘরের মতো ভুল হয়ে যাওয়া সময়।পার করা ইষ্টিশন, হেমন্তী কুয়াশা।বিষাদের অন্য নাম আঁকিবুঁকি।
********
হয়তো বা ভিনদেশী। হয়তো সে এ শহরেরই। হয়তো সে এসেছে আকাশগঙ্গার ওপার থেকে। কি যায় আসে।